সিলেটে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টিসিবি’র পণ্য বিক্রি। সিলেট জেলা ও মহানগরে স্বল্পমূল্যে এই পণ্য পাবে ১ লাখ ৮৩ হাজার ৩৬৩ জন কার্ডধারী ভোক্তা। মোট ৯৬ জন ডিলারের মাধ্যমে এই পণ্যগুলো বিতরণ করা হবে।
কার্ডধারী ভোক্তাদের প্রত্যেকেই সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রত্যেক ভোক্তার মধ্যে প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধুসিটি কর্পোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে।
টিসিবি সিলেটের আঞ্চলিক কর্মকর্তা (উপ-পরিচালক) মো. ইসমাইল মজুমদার জানান, ‘বুধবার আমরা মালামাল গ্রহণ করেছি। মালামাল প্রাপ্তির বিষয়টি আমরা জেলা প্রশাসনকে পাঠিয়েছি। তারা বিষয়টি দেখে নির্দেশনা দিলে আমরা ডিলারদের মধ্যে মালামাল বিতরণ করবো।’