1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিলেটে চা শ্রমিকদের জাতীয় কনভেনশন আজ
মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে নাশকতা মামলায় জেলহাজতে শিবিরের ৮ নেতাকর্মী সুনামগঞ্জে বঙ্গবন্ধু মডেল ভিলেজ পরিদর্শনে বিভাগীয় সমবায় কর্মকর্তারা রাষ্ট্রপতি হওয়ার দৌঁড়ে এগিয়ে মসিউর-শিরীন ফসল রক্ষা বাঁধ : জগন্নাথপুরে কাজ শুরুই হয়নি একটি প্রকল্পে বিয়ানীবাজারে পাহাড়-টিলা কেটে বিক্রি হচ্ছে মাটি : হুমকীতে পরিবেশ বোরহাননগর চা-বাগানের শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহবান সংগ্রাম কমিটির হবিগঞ্জের নিরব নিভৃত পল্লীগুলো এখন শিল্পনগরী হাবিব হোসেন স্মরণে স্টেশন রোড ব্যবসায়ী সমিতির স্মরণ সভা ও দো’আ মাহফিল সিলেটে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা সিলেটে মিছিল থেকে ফেরার পথে শিবিরের ৮ নেতাকর্মী আটক
সিলেটে চা শ্রমিকদের জাতীয় কনভেনশন আজ

স্টাফ রিপোর্ট::
    আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ৪:০৪:৩৭ পূর্বাহ্ন

চা শ্রমিকদের জাতীয় কনভেনশন আজ। চা শ্রমিকের অধিকার আদায়ে এই কনভেনশনের ডাক দিয়েছে ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। আজ রবিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, সারাদেশের ১৫০টি বাগানের প্রতিনিধিরা এই কনভেনশনে অংশগ্রহণ করবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

আয়োজকদের দাবি- চা শিল্পের মালিকরা রাজার মতো জীবনযাপন করলেও চা শ্রমিকদের জীবনমানের কোনো উন্নয়ন হয়নি । তাদের না আছে ভূমি, না আছে শিক্ষা ও চিকিৎসার সুযোগ। এ অবস্থায় আমরা শ্রমিকদের ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য জাতীয় করভেনশনে একটি প্লাটফর্ম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, শ্রমিকদের দশ দফা দাবির মধ্যে রয়েছে, সব সুযোগ সুবিধা বহাল রেখে মজুরি ৫০০ টাকা নির্ধারণ, জমির অধিকার, বিদ্যালয় স্থাপন, জাতিসত্তা ও ভাষার স্বীকৃতি, প্রতিটি বাগানে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক নিয়োগ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস নির্ধারণ,অস্থায়ী শ্রমিকদের স্থায়ী নিয়োগ৷ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিপিবির কেন্দ্রীয় সদস্য আব্দল্লাহ আল কাফী, জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বিভাগীয় সমন্বয় অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, চা শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সংগঠক এসএম শুভ প্রমুখ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020