সিলেটে চা-শ্রমিকেরা তিন দফা দাবিতে মশাল মিছিল করেছেন। বকেয়া বেতন প্রদান, চা-বাগানের শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ ও পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং ভূমির অধিকারের দাবিতে আজ মঙ্গলবার এ কর্মসূচি আহ্বান করে ‘চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ’ নামের একটি সংগঠন।
বিকেল সাড়ে পাঁচটায় সিলেট শহরতলির মালনীছড়া চা-বাগান থেকে মশাল মিছিলটি শুরু হয়। নগরের লাক্কাতুরা, চৌকিদেখি হয়ে রেস্টক্যাম্প বাজারে মিছিলটি যাওয়ার পর সেখানে এক সমাবেশ হয়। সংগঠনের সংগঠক অধীর বাউরীর সভাপতিত্বে ও রানা বাউরীর সঞ্চালনায় এ সমাবেশ হয়।
সমাবেশে সংগঠনের প্রধান সংগঠক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়, চা-শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হৃদেশ মুদি, লাক্কাতুরা চা-বাগানের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, কেওয়াছড়া চা-বাগানের প্রতিনিধি সঞ্জিত দাস, হিলুয়াছড়া চা-বাগানের প্রতিনিধি মজেন গঞ্জু প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, চা-শ্রমিকদের বকেয়া বেতন পাওনা আছে। এ ছাড়া জানুয়ারি মাস থেকেই স্কুল-কলেজে শিক্ষার্থীদের নতুন ভর্তি শুরু হবে। কিন্তু ইতিমধ্যেই কাগজ-কলমের দাম বেড়ে গেছে। এ রকম পরিস্থিতিতে ১৭০ টাকা দৈনিক মজুরি দিয়ে দুবেলা খাবারই জুটে না। তাই চা-বাগানের শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষায় বিনা মূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ ও শিক্ষাবৃত্তি প্রদান করতে হবে।