1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিলেটে‘বর্জ্যনিষ্কাসন’নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলোদের ভার্চুয়াল অনুষ্ঠান
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৪১ অপরাহ্ন




সিলেটে‘বর্জ্যনিষ্কাসন’নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলোদের ভার্চুয়াল অনুষ্ঠান

সিলেট প্রতিনিধি
    আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ৯:৪৪:৩৭ পূর্বাহ্ন

সিলেটে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালর তরুণ রাজনৈতিক ফেলোদের অংশগ্রহনে “বর্জ্যনিষ্কাসন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৫তম ব্যচের সিলেট জেলার ফেলোদের আয়োজনে জুম মিটিংয়ের মাধ্যমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালর সিলেট রিজিওনাল ম্যানেজার সুদিপ্তা চৌধুরী ও ডেপুটি রিজিওনাল কো-অর্ডিনেটর রাহিমা বেগমের তত্ত্বাবধানে সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র তরুণ রাজনৈতিক ফেলো জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাসরিন বেগম ও জেলা মহিলা বিএনপির মহিলা সম্পাদিকা নওরিন আক্তার অংশগ্রহণ করেন।

শুরুতে রাজনৈতিক দুই ফেলো জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাসরিন বেগম ও জেলা মহিলা বিএনপির মহিলা সম্পাদিকা নওরিন আক্তার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র মাধ্যমে ৪মাসব্যাপী ভার্চুয়াল ট্রেনিং নিচ্ছেন। পাশাপাশি তাদের ফেলোশীপের এসাইনমেন্টের অংশ হিসেবে নতুন ডাস্টবিন স্থাপনা, পুরোনো ডাস্টবিনের সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সুবিদ বাজার এলাকায় ড্রাসবিন নিয়ে কাজ করছেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ডিআই ফেলো নাসরিন বেগম। তিনি তার বক্তব্যে বলেন, ৩নং ওয়ার্ডে ডাস্টবিন সমস্যা দীর্ঘদিনের। এই ওয়ার্ডে নতুন ডাস্টবিন স্থাপনার জন্য এলাকায় গণস্বাক্ষর অভিযান করে একটি স্মারকলিপি সংশ্লিষ্ট কাউন্সিলরের কাছে দিয়েছি। তিনি এই সমস্যা নিরসনের আশ^াস দিয়েছেন।

একইভাবে নগরীর ১১ নং ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করছেন জেলা মহিলা দলের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদিকা নওরিন আক্তার। তিনিও নগরীর কুয়ারপাড় পয়েন্ট হাইওয়ে সংলগ্ন ডাস্টবিন সংস্কারের ও পরিচর্যার জন্য এলাকার বাসিন্দাদের গণস্বাক্ষর নিয়ে একটি স্মারকলিপি সংশ্লিষ্ট কাউন্সিলরের কাছে দিয়েছেন। কাউন্সিলরও গুরুত্বের সাথে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুই ফেলো। এছাড়া ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে রাজনৈতিক দক্ষতা অর্জন করে নারী নেতৃত্বে উল্লেখযোগ্য ভুমিকা রাখার জন্য সকলের সহযোগিতা চান তারা।

দেড় ঘন্টাব্যাপী এ ভার্চুয়াল সভায় অংশ নেন, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক শুভপ্রতিদিনের ব্যবস্তাপনা সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, সার্ক মানবাধিকার সিলেটের সভাপতি আবু সালেহ এহিয়া, বিশ^নাথ প্রেসক্লাবের সভাপতি ও বিশ^নাথ বার্তার সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান মবরুর আহমদ সাজু, দৈনিক শুভপ্রতিদিনের স্টাফ রিপোর্টার নবীন সোহেল, সুমন ইসলাম, নিউজ এ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এমএ ওয়াহিদ চৌধুরী, দৈনিক ডেল্টা টাইমসের সিলেট প্রতিনিধি খালেদ মাছুম, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার তারেক আহমদ রাহেল, এলাকার বাসিন্দাদের পক্ষে রাজু রায়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের আফজাল হোসেন ইমন, ফরহাদ আহমদ প্রমূখ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020