সিলেটে নির্বাচন অফিসের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সৌদি প্রবাসী জনৈক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের গঠিত তদন্ত কমিটি ৭ আগষ্ট রোববার সকাল সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলা নির্বাচন কমিশন অফিসে সাক্ষ্য গ্রহণ ও তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু, এনআইডি সংশোধন নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। বিশেষ করে প্রবাসী কেউ আসলে বিপুল অর্থ ছাড়া কোনো কাজ হয় না। টাকা না দিলে দিনের পর দিন অপেক্ষা করতে হয় ভোক্তভোগীদের।
এমন পরিস্থিতিতে গত ২৪ জুলাই নির্বাচন কমিশন আগারগাঁও ঢাকায় একটি অভিযোগ দায়ের করেন সৌদি প্রবাসী আব্দুল হক। মূলত আব্দুল হকের অভিযোগে এই তদন্তে নামছে নির্বাচন কমিশন।