পরিবহন শ্রমিকদের সাথে প্রশাসনের বৈঠক শেষে ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউসে রাত সোয়া ৮ টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্বান্ত অনুযায়ী আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বৈঠক শেষে ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’র নেতা ও জেলা বাস-মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি হাজি ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপাতত বৈঠকে আহুত পরিবহন ধর্মঘট স্থগিত রাখার সিদ্বান্ত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন ও ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’র নেতৃবৃন্দ।
এর আগে ৬ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন পরিবহন শ্রমিকরা।