‘খোয়াবি গোলক’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ১২ ফেব্রুয়ারি রোববার। ওইদিন বিকাল সাড়ে ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে প্রথম আলো বন্ধু সভা আয়োজিত বই মেলায় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট কবি, লেখক, সাংস্কৃতিকজনও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কাব্যগ্রন্থের লেখক নাট্যকার, গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিন্স সদরুজ্জামান চৌধুরী। জসীম বুক হাউস থেকে প্রকাশিত কাব্যগ্রন্থটিতে ৬৪ টি কবিতা স্থান পেয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিলেটের সকল সাহিত্যমোদী ও সাংস্কৃতিক অনুরাগীদের প্রতি যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।