1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন
সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

স্টাফ রিপোর্ট::
    আপডেট : ২০ অক্টোবর ২০২২, ৭:২৩:৫৩ অপরাহ্ন

সিলেট নগরীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে। সময় মতো চিকিৎসা হওয়ার কারণে রোগীরা ডেঞ্জার জোনে যাচ্ছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, মৌসুমের শুরুতে সিটি করপোরেশনের পক্ষ থেকে এডিস মশার লার্ভা নিধনে কড়াকড়ি থাকলেও বলতে গেলে সেই অভিযান এখন নেই। একারণে বাড়ছে রোগী। গত বুধবার ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এ পর্যন্ত দুই মাসে সিলেটে ৩৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

সিলেট সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে, সিলেটে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন ৩৬ জন। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ জন। তবে হাসপাতালে আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) চিকিৎসাধীন আছেন ৯ জন।

চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। গত সেপ্টেম্বরে সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৯ জন ডেঙ্গু রোগী। আর অক্টোবর মাসে শনাক্ত হন ১৮ জন। এর মধ্যে একদিনে গত গত বুধবার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন সিলেটে সর্বোচ্চ ৪ জন ।

সিলেটের ৯ ডেঙ্গু রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন। তবে সকলের শারীরিক অবস্থা এখন উন্নত পর্যায়ে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার জানিয়েছেন- ডেঙ্গু রোগী বাড়ছে ঠিক, তবে সিলেটে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। সিলেটে তেমন সংখ্যক রোগী বাড়েনি। যদি রোগী বাড়ে তা হলে গ্রহণ করা হবে তাৎক্ষণিক ব্যবস্থা।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020