1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিলেটে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ৮
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন




সিলেটে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ৮

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, ৮:০৩:৫৬ অপরাহ্ন

সিলেট বিভাগের তিন জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৮ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৪৮ বোতল বিদেশী মদ, ৯৩ বোতল ফেন্সিডিল এবং ২৪৩ পিস ইয়াবা। এসব ঘটনায় র‌্যাব বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় আইনে মাদক আইনে মামলা দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

র‌্যাব-৯ জানান, শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাটে অভিযান চালিয়ে ১ মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ৫ কেজি গাঁজা জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চামোলতলী এলাকার মো. কাছোম আলীর ছেলে মো. নজরুল ইসলাম (২০)।

এছাড়া শুক্রবার সকালে সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। তারা হলো- সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার খুদিরাই এলাকার বাসিন্দা ইরন মিয়ার ছেলে ইয়াছিন (২১) ও একই এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে মো. ঝুমন মিয়া (২০)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৪৮ বোতল বিদেশী মদ জব্দ করে র‌্যাব।

একই দিন রাতে পৃথক অভিযানে শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল হবিগঞ্জ জেলার সদর এলাকায় অভিযান পরিচালনা করে ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জ জেলার সদর থানার বড় বহুলা গ্রামের মৃত রশীদ আলীর ছেলে মো. সৈয়দ আলী (৪২) ও একই থানার জঙ্গল বহুলা গ্রামের মৃত শফিকুল হকের ছেলে শরীফ উদ্দিন আহমদ (৩৫)। অভিযানে ধৃত ব্যক্তিদের কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

অপরদিকে, শ্রীমঙ্গল ক্যাম্পের আরেকটি দল শুক্রবার সকালে বাহুবল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পাক্কা বাড়ী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. রফিক মিয়া (৩৫), একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. রফিকুল ইসলাম রফিক (৩২) ও বাহুবল থানার দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে মো. তাহের উদ্দিন (২৫)। অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারিদের হেফাজতে থাকা ৮৯ বোতল ফেনসিডিল জব্দ করে র‌্যাব।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020