সিলেটে সৌন্দর্যের এক লীলাভূমি ফেঞ্চুগঞ্জ উপজেলা ঘিলাছড়া হাওরদীঘি পয়েন্টে,অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে মোকামবাজার সংলগ্ন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওরের পারে অবস্থিত হাওরদীঘি পয়েন্ট।এখান থেকে হাওরের সম্পূর্ণ দৃশ্য মনের মতো করে উপভোগ করা যায়।হাকালুকি হাওরের জন্যই প্রসিদ্ধ ঘিলাছড়া।এখানে প্রায় প্রতিদিনই বিভিন্ন যায়গা থেকে দর্শনার্থীরা আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য।ইতিপূর্বে ঘিলাছড়া বাজারঘাট কে কেন্দ্র করে গড়ে উটেছে জিরো পয়েন্ট,
যার অবস্থান হাকালুকির পাদদেশে। এখান থেকে নৌকা যুগে দর্শনার্থীরা পরিবেশ টাওয়ারে যাতায়াত করেন।টিক এইরকমই মনোরম পরিবেশ এবং মন ভুলানো পরিবেশে আচ্ছাদিত আরেকটা যায়গার নাম হাওরদীঘি পয়েন্ট, ঘিলাছড়া মোকামবাজার।
এই পয়েন্টকে মুলত হাকালুকি হাওরের প্রবেশপথ মনে করা হয়।হাওরের পাড়েই রয়েছে দুটি বৃহৎ মোকাম,এর পাশেই হাওরের জলরাশীর সাথেই মিশে রয়েছে বিশাল দিঘি। কথিত আছে এই দীঘির অনেক গল্প ।এখান থেকে খুব সহজে পরিবেশ টাওয়ারে যাওয়া যায়। দর্শনার্থীদের প্রতি আহবান রইল মনমুগ্ধকর এই স্থানটি ঘুরে যাওয়ার।