বাংলাদেশে অনুষ্ঠিত হবে আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সেটি হবে মেয়েদের বিশ্বকাপ। ওই বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ সময় কাল রাতে আইসিসির বোর্ড মিটিং ছিল। ইংল্যান্ডের বার্মিংহামে হওয়া সেই মিটিংয়ে ২০২৪-২০২৭ সালের চক্রে আইসিসির মেয়েদের টুর্নামেন্টগুলোর আয়োজক দেশের নাম আজ চূড়ান্ত করা হয়।
মিটিংয়ে সিদ্ধান্ত হয়, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৪ সালের আসর বসবে বাংলাদেশে। ওই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে আসরটি। ১০টি দলের অংশগ্রহণে ম্যাচ হবে ২৩টি।
বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল জানিয়েছেন, ওই বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল সিলেটে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করেছিল। তখন ছেলে ও মেয়েদের আসর একই সাথে হতো।