সিলেটে বালুবাহী বাল্কহেড নৌকার ধাক্কায় খেয়ানৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নৌকাডুবিতে এখনো নিখোঁজ রয়েছেন ওই নারীর স্বামী। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল পর্যন্ত তার খোঁজ মিলেনি।
সোমবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চেঙেরখাল নদীতে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া হাওয়ারুন বেগম (৪৫) গোয়াইনঘাট উপজেলার হাতিরকান্দি গ্রামের আনফর আলী বাদু’র স্ত্রী। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বেলা ২টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, নৌকাডুবির ঘটনায় বাল্কহেড নৌকার চারজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত সোমবার বিকেলে চেঙেরখাল নদী পার হচ্ছিলেন আনফর আলী, তার স্ত্রী হাওয়ারুন বেগম ও তাদের এক শিশু সন্তান। এসময় বালুবোঝাই একটি বাল্কহেড নৌকা খেয়ানৌকাটিকে ধাক্কা দিলে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে হাওয়ারুন বেগমের মরদেহ ও শিশু সন্তানটিকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। সোমবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে আনফর আলীর খোঁজ পায়নি।
পরে মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ফের তার সন্ধানে অভিযান শুরু করেন। কিন্তু বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আনফর আলীর সন্ধান মিলেনি।
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, নিখোঁজ আনফর আলীর সন্ধানে ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নৌকাডুবির ঘটনায় বাল্কহেডের চারজনকে আটক করা হয়েছে।