1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিলেট জেলা পুলিশের উদ্যোগে চালু হয়েছে রিক্রিয়েশন সেন্টার
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:২০ অপরাহ্ন
সিলেট জেলা পুলিশের উদ্যোগে চালু হয়েছে রিক্রিয়েশন সেন্টার

সিলেট প্রতিনিধি
    আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৩:৩৯ অপরাহ্ন

সিলেট জেলা পুলিশের উদ্যোগে চালু হয়েছে রিক্রিয়েশন সেন্টার। আজ রোববার (২০ সেপ্টেম্বর) এ রিক্রিয়েশন সেন্টারের শুভ উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

এর আগে রোববার সকালে জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে শহীদ এসপি শামছুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলা পুলিশের অফিসার ফোর্সের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) নজরুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) মো. আব্দুল করিম ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

 

পরে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম গত জুলাই মাসের কল্যাণ সভার প্রস্তাবের প্রেক্ষিতে পুলিশ লাইন্সে রিক্রিয়েশন সেন্টার উদ্বোধন করেন। এতে কম্পিউটার ল্যাব এবং আধুনিক জিমনেশিয়ামসহ বিনোদন কক্ষ রয়েছে।

এদিকে, একই দিন বেলা ৩টায় সিলেটের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ জনগণের জান-মাল রক্ষার্থে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সকল পুলিশ কর্মকর্তাকে দিকনির্দেশনা প্রদান করেন।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020