সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে জেলা বিএনপি। এই দাবিকে সামনে রেখে আজ রোববার (০৮ জানুয়ারি) সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
কর্মসূচিতে বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।