সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বীকৃতি পেয়েছে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
জানা যায়, স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক পরিবর্তন আনতে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে স্কোরিং সিস্টেম করেছে। এতে প্রতি মাসেই সেবার ধরন, পরিধি ও স্বাস্থ্য বিষয়ক সব সূচিতে দেশের সব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে র্যাংকিং এর আওতায় এনে স্বাস্থ্য সেবা বৃদ্ধির চেষ্টা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত মার্চ মাসের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ জাতীয় সূচকে সুনামগঞ্জ জেলার সব উপজেলার মাঝে প্রথম বিভাগীয় পর্যায়ে সিলেট বিভাগে উপজেলার মাঝে প্রথম হয়েছে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সারা দেশে রয়েছে ১২৪ম স্থানে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হোসেন বলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের উত্তরোত্তর সাফল্য অর্জন করতে আমরা বদ্ধ পরিকর।
সেই সঙ্গে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীগণ, উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার, বিভিন্ন সহযোগী সরকারি ও বেসরকারি সংস্থা এবং সর্বোপরি সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।
তিনি আরো বলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ যেন আরোও এগিয়ে যেতে পারে। এজন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।