1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিলেট মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৫১ অপরাহ্ন
সিলেট মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ৮:০৯:৩২ অপরাহ্ন

দেশবিরোধী বিএনপি-জামায়াতের নৈরাজ্য তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট মহানগর যুবলীগ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে সহিংসতা করছে। বক্তারা বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও নৈরাজ্য সৃষ্টিকারীদের জবাব দিতে রাজপথেই যুবলীগ রয়েছে এবং থাকবে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020