দৈনিক শ্যামল সিলেটের মফস্বল সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার দেবব্রত রায় দিপন বলেছেন, ক্রিয়াহীন লেখা মূল্যহীন। পক্ষান্তরে সৃষ্টিশীল লেখা নড়ে বসে এবং সকলকে নাড়িয়ে দেয়। লিখতে হবে মানুষের জন্য। লেখনীর মধ্য দিয়েই জাগ্রত হবে একটি সুন্দর সমাজ। আলোকিত সেই সমাজ ব্যবস্থার লক্ষ্যেই লেখকদের কবি ও ছড়াকারদের কলম চালাতে হবে। তিনি শনিবার (১২ ফেব্রুয়ারি) সিলেটের দুই দশকের প্রাচীন সাহিত্য সংগঠন সিলেট মোবাইল পাঠাগারের ৭৭৫তম নিয়মিত সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও কলামিষ্ট সালেহ আহমদ খছরু। ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র সম্পাদক, কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার প্রাপ্ত ছড়াকার আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের বর্তমান কার্যকরী পারিষদের সভাপতি অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, মোবাইল পাঠাগারের সাধারণ সম্পদক বিশিষ্ট ছড়াকার, এডভোকেট আব্দুস সাদেক লিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক কবি সৈয়দ রেজাউল হক, নাট্যকার ও কবি ছয়ফুল আলম পারুল, কলামিস্ট, ডা. মাওলানা লোকমান হেকিম, কবি অমিতা বর্দ্বন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য ও লেখাপাঠে অংশগ্রহণ করেণ, কবি আতাউর রহমান বঙ্গি, কবি জুবের আহমদ সার্জন, কবি সাজিদুর রহমান, কবি অনিন্দ্য মোস্তাক, সম্রাট জাহাঙ্গীর আলম, গীতিকার নুর মোহাম্মদ, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি অজয় বৈদ্য অন্তর, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, আহসান হাবীব, জুনায়েদ আহমদ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।