সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮১৫ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ শনিবার (২৯ এপ্রিল) নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক, ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক শ্যামল সিলেটের মফস্বল সম্পাদক ছড়াকার দেবব্রত রায় দিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের সময়ের সিলেট প্রতিনিধি তাহির আহমদ।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন প্রাবন্ধিক মাজহারুল ইসলাম মেনন, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী, ছড়াকার কবির আশরাফ, গীতিকার বাহা উদ্দিন বাহার, কবি মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন ছড়াকার ফতহুল করিম।