হবিগঞ্জের বাহুবলে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আলমগীর মিয়া (১৫)কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলমগীর মিয়া উপজেলার কচুয়াদি গ্রামের আব্দুল জাহিরের পুত্র। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মিরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে রোববার নানার বাড়িতে বেড়াতে আসে ৬ বছরের জনৈক এক স্কুল শিক্ষার্থী। ওই দিন বিকেলে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হলে এই সুযোগে প্রতিবেশী আলমগীর মিয়া ওই শিশু শিক্ষার্থীকে তার নানার বসতঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে ওই শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্বজনরা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরদিন সোমবার ঘটনাটি জানাজানি হলে এলাকায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানা একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লম্পট আলমগীর মিয়াকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শুরু করে।
ওইদিন রাতেই বাহুবল মডেল থানায় শিশুটির দাদী আয়োশা আক্তার বাদী হয়ে আলমগীর মিয়ার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়।