1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সিসিক নির্বাচন : আ. লীগের কেন্দ্রীয় নেতারা আজ সিলেট আসছেন
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন




সিসিক নির্বাচন : আ. লীগের কেন্দ্রীয় নেতারা আজ সিলেট আসছেন

স্টাফ রিপোর্ট :
    আপডেট : ০৪ মে ২০২৩, ৮:০৫:১২ পূর্বাহ্ন

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিলেট আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সিটি নির্বাচন উপলক্ষে দলের এক কর্মী সমাবেশে যোগ দিতেই তাদের এই সিলেট সফর। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই কর্মী সভায় দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন ও কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020