1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সুনামগঞ্জের বন্যায় বিধ্বস্ত সড়ক মহাসড়ক দ্রুত মেরামত করা হবে: সড়ক সচিব
বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের বন্যায় বিধ্বস্ত সড়ক মহাসড়ক দ্রুত মেরামত করা হবে: সড়ক সচিব

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
    আপডেট : ০৫ আগস্ট ২০২২, ৯:৪৭:০৫ অপরাহ্ন

সুনামগঞ্জে বন্যায় বিধ্বস্ত সড়ক পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ও সড়ক জনপথ এর প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান।

শুক্রবার (৫ আগস্ট ) বিকেলে সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বিশ্বম্ভপুর কাচিরগাতি সড়ক পরিদর্শন শেষে সচিব বলেন, সড়কের যেসব অংশ দিয়ে বন্যার পানি প্রবাহিত হয়েছে সেখানে নুতন ব্রীজ করে দেয়া হবে। এই বন্যার পরে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন নিয়ে আসা হবে। সে লক্ষ্যে কাজ করছে সরকার। বন্যার পানি নেমে যাওয়ার পরপর সড়ক গুলো সাময়িক সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। স্থায়ী ভাবে মেরামত করতে আরও কয়েক মাস সময় লাগবে।

সড়ক জনপথের প্রধান প্রকৌশলী এমকেএম মনির হোসেন বলেন, আগামী তিনমাসের মধ্যে সুনামগঞ্জে বন্যায় বিধ্বস্ত সড়ক সংস্কার করা হবে। ইতিমধ্যে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ শেষ হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সেতু কালভার্ট এর তালিকা প্রকাশ করা হয়েছে। পানি প্রবাহের স্থান গুলোতে নুতন করে সেতু নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ ফজলে রব্বে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত,সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমানিক, মোস্তাফিজুর রহমান উপ বিভাগীয় প্রকৌশলী।

এর আগে তিনি বন্যায় বিধ্বস্ত সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, জামালগঞ্জ সুনামগঞ্জ সড়ক বিশ্বম্ভপুর কাচিরগাতি সড়ক পরিদর্শন করেন।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020