কয়েকদফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে সুনামগঞ্জের শেষ সীমান্ত তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড়ের শাহিদাবাদ বর্ডারহাট টি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার সীমান্তের বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয়ের নালিকাটা(গুমাঘাট ওয়েস্ট খাসিয়া হিলস)এলাকার মধ্যবর্তি স্থানে নির্মিত বর্ডারহাটটি উদ্বোধন করেছে দু’দেশের দায়িত্বশীলগন। এ-উপলক্ষ্যে আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের এমপি সামিমা আক্তার খানম, ভারতের নিয়োযুক্ত সহকারী হাই কমিশনার( দুতাবাস সিলেট)নিরাজ কুমার জাসুয়াল,এমএলএ খাসিয়া হিলস পিউস মারওয়েল,ভারতের ডেপুটি ডাইরেক্টর (এমআইজেসি)ওয়ার সং,সাউথ ওয়েস্ট খাসী হিল রানীগর এডিসি লিংকর কিংজিং,ডেপুটি কমিশনার সাউথ ওয়েস্ট খাসী হিলস টি লেংগুয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ,লীগের সভাপতি নুরুল হুদা মুকুট,মেঘালয় ১৯৩ ব্যাটালিয়ান অধিনায়ক রাজিব শর্মা, সুনামগঞ্জ ২৮ অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুবুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,সাধারণ স¤পাদক নোমান বকত পলিন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,ওসি সৈয়দ ইফতেখার হোসেন,বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন বক্তব্য রাখেন।
এ সময় বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তাসহ বর্ডার হাট পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত।