1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সুনামগঞ্জে আ'লীগ নেতা আলমগীরের মৃত্যুতে উপজেলা চেয়াররম্যান চপলের শোক:
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন




সুনামগঞ্জে আ’লীগ নেতা আলমগীরের মৃত্যুতে উপজেলা চেয়াররম্যান চপলের শোক:

সিলেট প্রতিনিধি
    আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ৬:২২:৩৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য
ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি
আলমগীর কবিরের মৃত্যুতে গভীর শোক ও  দু:খ প্রকাশ  করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

এক শোকবার্তায় চপল বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ আ’লীগের সুনামগঞ্জ র  একজন নিবেদিত প্রাণ রাজনীতিককে হারালো।

তিনি বলেন, আলমগীর কবির ছিলেন হাওরপারের জনপ্রিয় নেতা। তিনি হাওর তথা গণমানুষের অধিকার আন্দোলনের সাক্ষী।

বিএনপি-জামায়াতের জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সর্বদা রাজপথে সোচ্চার ছিলেন। তিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত সৈনিক। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন দক্ষ ও দুঃসময়ের বিশ্বস্ত সংগঠক হারালো।

উপজেলা চেয়ারম্যান চপল তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য: করোনা ভ্ইারাসে আকান্ত হয়ে তিনি রাজধানী ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে রবিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
প্রয়াত আলমগীর কবীর জেলার ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামের প্রয়াত চাঁন মিয়ার জেষ্ঠ সন্তান ও দৈনিক যুগান্তরের ধর্মপাশা উপজেলার সাঊেশ প্রতিনিধি জুবায়ের পাশা হিমুর সহোদর বড় ভাই।
তিনি আমৃত্যু সুনানামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র  সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগেরর সহ-সভাপতি ,ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, খয়েরদীর চর দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে গেছেন।
এছাড়াও তিনি সুনামের সাথে দ্বীর্ঘ মেয়াদে ধর্মপাশা বিআরডিবির চেয়ারম্যান ও ধর্মপাশা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সদস্য হিসাবে জনকল্যাণমুলক কাজ করে গেছেন।,
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রহী রেখে গেছেন।
এদিকে আওয়ামী লীগ নেতা আলমগীর কবীরের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করে শোকাগত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার , তাহিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, সুনামগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ,দৈনিক যুগান্তরের জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, দৈনিক যুগান্তরের ধর্পাশা উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারন সম্পাদক এনামুল হক।, –




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020