1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সুনামগঞ্জে ব্যক্তিবান্ধব নয়, দলবান্ধব নের্তৃত্বের প্রত্যাশা সেলিম আহমদের
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:০৩ পূর্বাহ্ন




সুনামগঞ্জে ব্যক্তিবান্ধব নয়, দলবান্ধব নের্তৃত্বের প্রত্যাশা সেলিম আহমদের

স্টাফ রিপোর্ট :
    আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, ১১:০৩:১৯ অপরাহ্ন

সেলিম আহমদ। একজন ফুল টাইমার রাজনীতিবিদের পাশাপাশি সুনামগঞ্জ জেলার শীর্ষ একজন ব্যবসায়ী। আওয়ামী আদর্শে উজ্জীবিত সেই ছাত্রজীবন থেকেই। জাতির পিতার আদর্শ বুকে ধারণ করেই কল্যাণ ধারার রাজনীতিতে শেখ হাসিনাকে যিনি অনুসরন করেন চিন্তা-চেতনায় ও মননে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালনে সিদ্ধহস্থ সেলিম আহমদ গ্রুপ রাজনীতির বলয়ে নেই। ব্যক্তির চেয়ে দলকে তিনি প্রাধান্য দিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের রাজনীতিতেও বিভাজন নয়, একই বৃন্তের কুসুম হিসেবে দেখতে চান সবাইকে।
রাত পোহালেই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে মৌসুমী আওয়ামী লীগারদের আনাগোনায় বিচলিত এবং উৎকুণ্ঠিত সেলিম আহমদ। সেলিম আহমদের মতে, দুর্যোগ-দুর্বিপাকে যাদের নাম-গন্ধও চোখে পড়েনি, আজ তারাই পদ-পদবী পেতে লড়াই চালিয়ে যাচ্ছে। জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ মনে করেন জেলা সম্মেলনে এমন একটি নেতৃত্ব আসা দরকার-যাদের দক্ষ নির্দেশনা এবং নের্তৃত্ব গুন সুনামগঞ্জ আওয়ামী লীগকে বহুধা বিভক্ত না করে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। পরে ২০১৭ সালের ২২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেয়া হয়েছিল। আগামীকাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

দু:খ প্রকাশ করে সেলিম আহমদ বলেন, দলীয় আদর্শের পরিবর্তে ক্ষমতার লোভই রয়েছে বেশি নেতা কর্মীদের মনে। যে কারনে জেলা আওয়ামী লীগের মধ্যে শুরু হয় গ্রুপিং। গ্রুপিংয়ে গ্রুপিংয়ে হতে থাকে জেলা আওয়ামী লীগের মধ্য বিভাজন। নের্তৃত্বে ব্যর্থতায় শেখ হাসিনার উন্নয়ন রাজনীতির ফায়দা লুটে জাতীয় পাটি। আওয়ামী লীগের সরকারের উন্নয়ন ফায়দা লুঠে আগামী সংসদ নির্বাচনে নিজেদের জন্য ভোটের মাঠ তৈরী করে নিয়েছেন অন্য দলের নেতারা। ফলে নির্বাচনকালীন বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। জেলা আওয়ামী লীগের মধ্যে গ্রুপিংয়ের কারনে নৌকার প্রার্থীদের ভরাডুবির দৃশ্য যা দেখেছেন সবাই। এছাড়াও অনেক শীর্ষ নেতাদের রাজনৈতিক মাঠে বছরে একদিনও কোন মিটিং মিছিল করতেও দেখা যায়নি এমন নেতারাও রয়েছেন বসন্তের কোকিলের মত ১১ তারিখের সম্মেলনে গুরুত্বপূর্ণ পদ পদবী হাতিয়ে নেওয়ার আশায়। আবার অনেক ত্যাগী বঙ্গবন্ধুর আদর্শের নেতারাও রয়েছেন যারা ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতি করে রাজ পথকে দখলে রেখেছেন আন্দোলন সংগ্রাম করে জেল জুলুমের শিকার হয়েছেন জীবনের শেষ প্রান্তে এসে সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কমিটির গুরুত্বপূর্ণ একটি পদের আশায়। আবার অনেক তরুণ প্রজন্মের নেতাদের দেখা যাচ্ছে যারা পদ পদবীর আশা না করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিজেদের অর্থায়নে ও মেধা শ্রম দিয়ে দিনে রাতে সমাজের উন্নয়ন করে অসহায় মানুষের পাশে চলেছেন বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্ন পূরণ করতে।

এদিকে সম্মেলনকে সামনে রেখে বসন্তের কোকিলের যারা বর্তমানে তদবিরে ব্যস্থ, সেই সময়টাতে ব্যতিক্রম শুধু সেলিম আহমদ। জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক কে হচ্ছেন-এমনটি নিয়ে যারা কোনো মাথাব্যথা নেই। উপরন্তু করোনাকালীন থেকে এখন পর্যন্ত অব্যাহতভাবে তিনি কাজ করছেন মানুষের কল্যাণে। কখনো শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, কখনো বা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ নিয়ে ব্যস্ত সময় অতিক্রম করছেন তিনি। যারা স্কুল কলেজে অর্থের অভাবে ভর্তি হতে পারছে না তাদের মধ্যে শিক্ষার সুযোগ করে দেওয়া,চিকিৎসা করাতে পারেনা তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া এইসব নিয়ে দিনরাত একজন সমাজ সেবকের ভূমিকা পালন করে চলেছেন।

সম্মেলনের বিষয়ে জানতে চাইলে শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম আহমদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমার নেত্রী গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতেই জেলা কমিটির নেতৃত্ব দিবেন আমি তার হয়েই কাজ করব। সুনামগঞ্জ জেলার সকল নেতাদের আমলনামা জননেত্রী শেখ হাসিনার কাছে রয়েছ। তিনি যাকেই নেতৃত্বের আসনে বসাবেন আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে তার হয়ে কাজ করে যাব। আমি আশাবাদী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত সবাই মেনে নেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করেন শ্রমিক সভাপতি সেলিম আহমদ তিনি বলেন শেখ হাসিনা তাকে নৌকার মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলেও জানান।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020