1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সুনামগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরে জেলা প্রশাসকের বৃক্ষরোপণ
শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৭:৩০ অপরাহ্ন
সুনামগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরে জেলা প্রশাসকের বৃক্ষরোপণ

সুনামগঞ্জ প্রতিনিধি
    আপডেট : ০৫ আগস্ট ২০২২, ৮:২২:১৫ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে বৃক্ষ রোপন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হুসেন। শুক্রবার (৫ আগষ্ট) এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুব উন্নয়নের উপ- পরিচালক মোঃ শাহনুর আলম,কম্পিউটার প্রশিক্ষক আলমগীর হুসেন,আবুল হুসেন, জাহিদ মাহমুদ,সাগর,সহ যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

বৃক্ষ রোপন অনুষ্টানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সফল সংগঠক ও উদ্যাক্তাদের হাতে জেলা প্রশাসক জাহাঙ্গীর হুসেন গাছ তুলে দেন। অনুষ্টানে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে রেজিষ্টারপ্রাপ্ত সংস্হার সভাপতি ও সদস্যগন উপস্থিত ছিলেন।

রেজিষ্টারপ্রাপ্ত সংস্হার মধ্যে উপস্থিত ছিলেন সৃষ্টি যুব জাগরন সমাজকল্যান সংস্হার সভাপতি রুসনা আক্তার, ফেনিবীল সমাজকল্যাণ সংস্হার সভাপতি শাহ-আলম ও সদস্যবৃন্দ,অনির্বান যুব সংঘ সংস্হার সভাপতি শিল্পী বেগম,প্রগতি যুব সংঘের সভাপতি আরিফ আহমদ,নারী উন্নয়ন পল্লী সংস্হার সভাপতি জায়েদা খাতুন প্রমুখ।

বাংলানিউজ এনওয়াই/ জেএস
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020