1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সুনামগঞ্জ আওয়ামী লীগ নেতা মুকুটের মৃত্যু গুজব!
সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৮:০০ অপরাহ্ন
সুনামগঞ্জ আওয়ামী লীগ নেতা মুকুটের মৃত্যু গুজব!

সুনামগঞ্জ প্রতিনিধি
    আপডেট : ০৩ আগস্ট ২০২২, ৮:১৯:৫৮ অপরাহ্ন

যুক্তরাজ্য সফররত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুটের নামে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। বুধবার ( ৩ আগষ্ট) সুনামগঞ্জের সৈনিক লীগ নামের একটি ফেসবুক আইডি থেকে এই মিথ্যা গুজব ছড়ানো হয়। ওই আইডির পোস্টে বলা হয়-‘ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ আমাদের প্রিয় নেতা মুকুট ভাই লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি।’

ওই আইডি থেকে লেখাটি পোস্ট হওয়ার সাথে সাথে শহর জোড়ে শুরু হয় নানা প্রতিক্রিয়া। এ সময় মুকুট অনুসারী নেতাকর্মীরা যুক্তরাজ্যে যোগাযোগ শুরু করতে থাকেন। পরে বিষয়টি গুজব হিসেবে জানতে পেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই আইডি’র ইউজারকে দ্রুত আটক করার দাবি জানান। গুজব ছড়ানো ওই তথ্যটি মুহুর্তেই ভাইরাল হয়ে পড়ে।

এদিকে এ ঘটনার পর সুনামগঞ্জ সৈনিক লীগের সাধারণ সম্পাদক নোমান হোসেন খান নিজে থানায় এসে জানান, ওই আইডি হ্যাক হয়েছে।

নোমানের থানায় আসার বিষয়টি স্বীকার করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ করা হলে পরবর্তীতে কার্যক্রম শুরু করা হবে।

এদিকে যোগাযোগ করা হলে যুক্তরাজ্য থেকে জনাব নুরুল হুদা মুকুটের স্ত্রী ও সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসেস হুসনা হুদা জানান, ‘আমরা দু’জনই বেশ ভালো আছি। এ নিয়ে দু:শ্চিন্তার কোনো কারণ নেই। যারা এই গুজব ছড়িয়েছে, তারা নি:সন্দেহে দলের জন্য যেভাবে ক্ষতিকারক,একই ভাবে মানবসমাজেও বাসের অযোগ্য। তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

বাংলানিউজ এনওয়াই/ জেএস
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020