1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সুনামগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক রাজু, সদস্য সচিব আশিক
শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৫:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক রাজু, সদস্য সচিব আশিক

সুনামগঞ্জ প্রতিনিধি
    আপডেট : ০৫ আগস্ট ২০২২, ৮:২৩:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ক্লাব কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় শুক্রবার (৫ আগষ্ট) বিকালে ক্লাবের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে লতিফুর রহমান রাজুকে আহবায়ক ও আশিকুর রহমান পীরকে সদস্য সচিব মনোনীত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সদস্য শাহজাহান চৌধুরী,জাকির হোসেন,এমরানুল হক চৌধুরী। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সাংগঠনিক বিষয় পরিচালনা করবে।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী। সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন ক্লাবের সদস্য এমরানুল হক চৌধুরী, আশিকুর রহমান পীর, কামরুল হাসান চৌধুরী, মাসুক মিয়া, দেওয়ান তাসাদদুক রাজা চৌধুরী ইমন, আনিসুজজামান চৌধুরী ইমন, মোশাইদ রাহাত, মনোয়ার চৌধুরী, আল আমিন, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, সৃজন মোহাম্মদ দিলাল আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020