সুনামগঞ্জের শাল্লায় সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সার্বিক সহযোগিতায় রাজনীতির নান্দনিক শিল্পী সংসদীয় রাজনীতির উজ্জল নক্ষত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ও সংবিধান প্রণেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তের ৬ষ্ট তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১ টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক পিসি দাশ পীযুষের সঞ্চালনায় ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস ছাত্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট দীপু রঞ্জন দাশ,সাবেক কৃষক লীগের সভাপতি কাজল বরন চৌধুরী,শ্যামাপদ সরকার,সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সিনিয়র সদস্য বিকাশ রঞ্জন চক্রবর্তী,সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম লিটন ও সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদার প্রমুখ।
বক্তারা প্রয়াত জাতীয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করে বলেন,সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন রাজনীতির একজন ধ্রুবতারা। যার প্রতিভা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে প্রশংসনীয়। তিনি ভাটি বাংলায় সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ছিলেন। উনার মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। উনার নীতি ও আদর্শকে হৃদয়ে লালন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
বিকাল ৫ টায় শাল্লা সদরস্থ সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে উনার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন উপজেলার সর্বস্তরের জনগণ।