1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সোমবার থেকে দেশে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন
সোমবার থেকে দেশে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা

সারাদেশ ডেস্ক:
    আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১:৪৮:০৫ অপরাহ্ন

গত ক’দিনের প্রবল বৃষ্টিপাত আর উজানের পানি নেমে আসার কারণে আন্তঃসীমান্ত নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়ে তৃতীয় দফায় বন্যা আঘাত হেনেছে দেশের উত্তরের এ দুটি জেলায়। এদিকে, সারাদেশে সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)।

আজ শুক্রবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু সারা দেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এর প্রভাবে  রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020