1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০২:৩৬ পূর্বাহ্ন
সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বাংলানিউজ২৪এনওয়াই ডেস্ক
    আপডেট : ০২ জুলাই ২০২২, ১:০০:১২ অপরাহ্ন

সৌদি আরবে হজ করতে যাওয়া আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার ঢাকার তপন খন্দকার (৬১) নামে একজন মারা যান। আগেরদিন বৃহস্পতিবার মারা যান সিরাজগঞ্জের রফিকুল ইসলাম (৪৭)।

এ নিয়ে এ বছর হজ করতে গিয়ে ১০ জনের মৃত্যুর তথ্য জানাল মন্ত্রণালয়।

মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে আটজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।

বাংলাদেশ থেকে এ বছর সরকারিভাবে ৪ হাজার ১১৫ জন এবং বেসরকারিভাবে ৫৫ হাজার ৮৮৫ জন হজ করার সুযোগ পাচ্ছেন।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। বাংলাদেশিদের নিয়ে ফিরতি শেষ ফ্লাইট ৪ আগস্ট।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020