1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
স্কুল শিক্ষার্থীদের নিয়ে রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবালের ক্রীড়া প্রতিযোগিতা
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন




স্কুল শিক্ষার্থীদের নিয়ে রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবালের ক্রীড়া প্রতিযোগিতা

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৩, ৯:১৮:০৩ অপরাহ্ন

রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবাল এর আয়োজনে নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট এমসি কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের শারিরীক বিকাশ ঘটাতে খেলাধূলার কোন বিকল্প নেই। তিনি বলেন, আজকে যারা এই কোমলমতি শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এভাবে সমাজের সামর্থবানদের শিশুদের ক্রীড়া প্রতিযোগতার আয়োজন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু, নবজাগরণ স্বেচ্ছাসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দা আহমদ আলী, সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য মঞ্জুর আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাহের সুমন, রাহি আহমদ, জুনেদ আহমদ, রাসেল আহমদ, হানিফ আহমদ প্রমুখ।

রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবালের কান্ট্রি কো- অর্ডিনেটর জুহের আহমেদ চৌধুরী, লন্ডন থেকে আগত আডিএফ ১০এর সদস্য জামাল আহমদ, ইমদাদ রহমান, সাহান আহমদ, ফুজেল আহমেদ চৌধুরী,জিলু আহমদ,তালহা চৌধুরী, মিনহজ। দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের নিয়ে ১০ ইভেন্ট হয়। পরে প্রধান অতিথি সহ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020