1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
স্মৃতিকথামূলক বই প্রকাশ করবেন মালালা
শনিবার, ১০ জুন ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন




স্মৃতিকথামূলক বই প্রকাশ করবেন মালালা

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ৭:১৩:১৬ অপরাহ্ন

নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের আরেকটি বই প্রকাশ হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দিয়ে মালালা জানিয়েছেন, তিনি যে বই প্রকাশের কাজ করছেন, সেটি স্মৃতিকথামূলক। একই সঙ্গে জানিয়েছেন, বইটি হবে তার ‘একেবারে ব্যক্তিজীবন’ নিয়ে।

সোমবার বই প্রকাশের ঘোষণা দিয়ে মালালা বলেন, খুবই আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, আমার পরবর্তী বই নিয়ে কাজ করছি আমি। গত কয়েক বছরে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে আমার জীবন। এর মধ্যে স্বাধীনতা যেমন ছিল, তেমনি ছিল সঙ্গী খোঁজার বিষয়টি। সবচেয়ে বড় বিষয়, নিজেকে খুঁজে পাওয়া। খবর জিও নিউজের।

২০১৩ সালে তরুণ এই অধিকার কর্মী ‘আই অ্যাম মালালা’ নামে প্রথম বই প্রকাশ করেন। বইটি আন্তর্জাতিকভাবে ‘বেস্ট সেলারের’ স্বীকৃতি পেয়েছিল। বইটি প্রকাশ হয়েছিল মালালার ১৬তম জন্মদিনের পরই। মালালার ভাষ্য, আগামী অক্টোবরে তার প্রথম স্মৃতিকথা ‘আই অ্যাম মালালা’ প্রকাশের দশক পূর্তি হবে।

২০১৭ সালে মালালার দ্বিতীয় বই প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইয়ের নাম ‘মালালা’স ম্যাজিক পেন্সিল’। এর প্রকাশক যুক্তরাজ্যের পাফিন বুক। শরণার্থীদের অভিজ্ঞতা নিয়ে মালালার লেখা তৃতীয় বই ‘উই আর ডিসপ্লেসড’ ২০১৮ সালে প্রকাশ করে উইডেনফেল্ড অ্যান্ড নিকোলসন।

প্রথম বই প্রকাশের এক বছর পর সবচেয়ে কম বয়সের ব্যক্তি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা ইউসুফজাই। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। ২০২১ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজার আসার মালিককে বিয়ে করেন মালালা।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020