বাইকে করে ছেলে-মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আহত বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মাকসুদুল কায়ছার রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
রয়েলের দুই সন্তান রোজমি জাহান রাফা (১৩) এবং তানভির আহমেদ (৯) একই হাসপাতালে চিকিৎসাধীন। দুই ভাইবোনের মধ্যে রাফার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঢাকায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছেলে-মেয়েসহ বাবা আহত
সপ্তম শ্রেণি পড়ুয়া রাফা আর তৃতীয় শ্রেণির তানভীরকে মোটরসাইকেলে নিযে বুধবার সকালে বিএএফ শাহীন স্কুল ও কলেজে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন ৪৫ বছর বয়সী রয়েল। হাই কোর্টের মাজার গেইটের সামনে একটি ট্রাকের ধাক্কায় তিনজনই আহত হন।
শাহবাগ থানার এস আই রাজু মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দূর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে তারা শনাক্ত করার চেষ্টা করছেন। তবে ২৪ ঘণ্টা পরও সেই বাহনের সন্ধান মেলেনি।