1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
হবিগঞ্জের মাধবপুরে কার্টন থেকে নবজাতক উদ্ধার
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৪৪ অপরাহ্ন




হবিগঞ্জের মাধবপুরে কার্টন থেকে নবজাতক উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
    আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ৫:৪৪:৫৭ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে একটি কার্টনের ভেতর থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে ওই নবজাতককে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার (১২ ডিসেম্বর) রাত ৮টা পর্যন্ত কোনও অভিভাবক না পাওয়ায় সিলেট ছোটমনি নিবাসে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উজ্জ্বলপুর গ্রামের একটি খালের পাড় থেকে হঠাৎ শিশুর কান্না শুনতে পান স্থানীয়রা। পরে তারা গিয়ে একটি কার্টনের মধ্যে নবজাতককে দেখতে পান। মাধবপুর থানায় খবর দিলে পুলিশের সহযোগিতায় ওই নবজাতককে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কর্নারে নিবিড় পরিচর্যায় রাখা হয়।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন বলেন একটি ছেলে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। তাকে সোমবার রাত ৮টার দিকে কোনও অভিভাবক না থাকায় সিলেট ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নবজাতকটি একদিন বা দুই দিন বয়সের হতে পারে। শিশুটির শরীরে জন্ডিস থাকলেও মোটামুটি সুস্থ আছে। যেহেতু কোনও অভিভাবক নেই, তাই সিলেট ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। পরবর্তীতে কেউ শিশুটিকে দাবি করলে আইনানুগ পন্থায় এগিয়ে আসতে হবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020