1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
হবিগঞ্জে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন




হবিগঞ্জে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
    আপডেট : ১৭ জানুয়ারী ২০২৩, ১০:৩০:১১ অপরাহ্ন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আগুনে পুড়ে জাবেদ মিয়া (৩০) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর বড় হাটী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত জাবেদ মিয়া ঘরদাইর গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার পুত্র।

জানা যায়, মানসিক প্রতিবন্ধী জাবেদ মিয়া তার বসতঘরে একাই বসবাস করতেন। ভোররাতে জাবেদ মিয়ার বসত ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস সাথে আগুণ নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে জাবেদ মিয়া পুড়ে অঙ্গার হয়ে যায়। পুড়ে যায় তার বসত ঘরটিও।

কাকাইলছেও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল জানান, জাবেদ মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন। একাই সে তার বসতঘরে থাকতেন। ভোররাতে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আগুনে বসতঘর ও জাবেদ মিয়া পুড়ে ছাই হয়ে যায়।

বানিয়াচং ফায়ার সার্ভিসের টিম লিডার নবকুমার সিংহ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সিগারেটের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে আমাদের ধারণা।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020