হবিগঞ্জ শহরতলীর কালারডুবা এলাকায় অগ্নিকাণ্ডে কয়েল মিল পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল রাত ১০টায় কালারডুবার খাজা কয়েল মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে কয়েল মিলের মিটার বক্সে আগুন লেগে যায়। পরে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
কয়েল মিলের মালিক ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকা মূল্যের কয়েল ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
ফায়ার স্টেশনের দলনেতা প্রিতিশ কুমার জানান, প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা নিরূপণ করা হয়েছে।