হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ি নামক স্থানে সিলেট থেকে হবিগঞ্জমুখী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার শুরু করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারি পরিচালক সাকারিয়া হায়দার রাত সাড়ে ৭টায় জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ৩টি মরদেহ উদ্ধার করেছেন। উদ্ধার কার্যক্রম চলছে।
নিহতদের কারও পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা গাড়ির নিচে আরও নিহত আছেন কি-না তাও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।