হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় আম্বিয়া খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আম্বিয়া খাতুন উপজেলার উজারগাও বিহারীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী।
জানা যায়, আম্বিয়া খাতুন নামে ওই নারী প্রয়োজনীয় কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বাহুবল-শ্রীমঙ্গল রোডে পৌঁছালে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন পরিবহনের একটি বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি রাকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।