1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
হবিগঞ্জ বাইপাস সড়ক ময়লার ভাগাড়
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ন




হবিগঞ্জ বাইপাস সড়ক ময়লার ভাগাড়

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ
    আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ৭:৪৪:৫৪ অপরাহ্ন

দুই দফা জমি কিনেও নানা জটিলতায় এখনও সম্পন্ন করা যায়নি হবিগঞ্জ পৌরসভার ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ। সম্প্রতি কাজ শুরু হলেও তা শেষ হচ্ছেনা। এদিকে ডাম্পিং স্টেশন না থাকায় পৌর এলাকার বর্জ্য ফেলা হচ্ছে আধুনিক স্টেডিয়াম সংলগ্ন এলাকা বাইপাস সড়কের পাশে। ফলে দুর্গন্ধে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে বাইপাস সড়কটি। চলার অনুপযোগী হয়ে পড়েছে ওই এলাকা।

পঁচা বর্জ্য দুর্গন্ধ ছড়াচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আদালতসহ আশপাশের কয়েকটি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে। এতে ক্ষোভের অন্তঃনেই পথচারী ও স্থানীয়দের মাঝে। শুধু স্টেডিয়াম সংলগ্ন বাইপাস সড়ক নয়, চৌধুরী বাজার খোয়াই ব্রীজ সংলগ্ন স্থান, পুলিশ সুপার কার্যালয়ের সামনেও ময়লার ভাগাড় তৈরী করে রাখা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, বছরের পর বছর ধরে আধুনিক স্টেডিয়াম সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ময়লা ফেলা হচ্ছে। অথচ এটি একটি অত্যন্ত ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে।

পাশেই জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বৃন্দাবন সরকারী কলেজ, আনসার ভিডিপি কার্যালয়, জেলা জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কিবরিয়া অডিটরিয়ামসহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। এখানে ময়লা আবর্জনা ফেলার কারণে এ সড়কে চলাচল অনেকটা দুষ্কর হয়ে পড়েছে।

এছাড়া চৌধুরী বাজার খোয়াই ব্রীজের পাশে নদীর তীরে ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ময়লার ভাগাড় গড়ে তুলা হয়েছে। এতে পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। অতি দ্রুত এখান থেকে ময়লা আবর্জনা সরিয়ে নেয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈনুদ্দিন তালুকদার সাচ্চু জানান, পৌরসভার ফেলা বর্জ্যে আধুনিক স্টেডিয়াম এলাকায় দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করছে। ফলে জাতীয় পর্যায়ের অনেক প্রতিযোগিতা স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানের জন্য দাবি জানান।

হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সালাহ উদ্দিন টিটু জানান, পৌরসভার ময়লা আবর্জনা ফেলা সমস্যাটি মানুষের দীর্ঘদিনের একটি সমস্যা। তাই এ সমস্যা সমাধানের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণ প্রকল্পটি তারা অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছেন। এটি এখন প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে একটি জমি নেয়া হয়েছে। তাতে কাজও চলমান আছে। তিনি বলেন, আশা করছি শীঘ্রই এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।

সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের পশ্চিম পাশ ঘেঁষে কামড়াপুর-নসরতপুর বাইপাস সড়ক। এ সড়কের পাশেই শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রাম সংলগ্ন আধুনিক স্টেডিয়াম। এর ঠিক উল্টো পাশে রয়েছে জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ বৃন্দাবন সরকারি কলেজ, দি রোজেস কেজি স্কুল, আনসার ভিডিপি কার্যালয়, শাহ এএমএস কিবরিয়া অডিটরিয়াম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বেশ কয়েকটি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান।

আধুনিক স্টেডিয়াম এবং এসব প্রতিষ্ঠানের মধ্যবর্তী বাইপাস সড়কের দু‌ই পাশে দীর্ঘদিন ধরে জেলা শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। পৌরসভার বিভিন্ন আবাসিক এলাকা, হোটেল-রেস্তোরা, ব্যবসা প্রতিষ্ঠান, ক্লিনিকের বর্জ্য ফেলায় বাইপাস সড়কের পার্শবর্তী খাল ভরাট হয়ে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রতিদিনই অব্যাহতভাবে ময়লা ফেলায় এখানে ময়লা-আবর্জনার পাহাড় জমেছে। কোন কোন সময় আগুন দিয়ে ময়লা-আবর্জনা পুড়িয়ে ফেলা হয়। এতে দুর্গন্ধে এলাকায় বসবাসকারী এবং নিকটবর্তী সড়ক দিয়ে চলাচলকারী নাগরিকেরাও চরম স্বাস্থ্য ঝুকির মধ্যে দিন কাটাচ্ছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার ময়লা ফেলার ডাম্পিং স্পট স্থাপনের জন্য কয়েক বছর পূর্বে বানিয়াচং উপজেলার আতুকুড়া মৌজায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে ২ একর ২০ শতাংশ ভূমি ক্রয় করা হয়েছিল। কিন্তু স্থানীয় জনসাধারণের আপত্তির কারণে উক্ত ভূমির দখল পায়নি পৌর কর্তৃপক্ষ। ফলে ডাম্পিং স্টেশন স্থাপন করা সম্ভব হয়নি।

এ অবস্থায় আধুনিক স্টেডিয়ামের পাশে ময়লা ফেলা হচ্ছে। পরবর্তীতে নতুন পৌর পরিষদ গত বছর (২০২১ সালের এপ্রিলে) দায়িত্ব নেয়ার পর খোয়াই নদীর তীরবর্তী রিচি ইউনিয়নের নসরতপুর নামক স্থানে ডাম্পিং স্টেশনের জন্য জমি অধিগ্রহণ করে। উক্ত জমিতে ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ বর্তমানে চলমান আছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020