1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
হলিউড অভিনেতা গ্যাংস্টার ‘পল সরভিনো’ আর নেই
সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন
হলিউড অভিনেতা গ্যাংস্টার ‘পল সরভিনো’ আর নেই

বিনোদন ডেস্ক
    আপডেট : ২৭ জুলাই ২০২২, ১১:৪৬:১৩ পূর্বাহ্ন

হলিউড অভিনেতা পল সরভিনো মারা গেছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী ডি ডি সরভিনো। খবর:বিবিসি

স্ত্রী ডি ডি সরভিনো এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে, আর কখনো পল সরভিনো হবে না, তিনি ছিলেন আমার জীবনের প্রেম এবং পর্দা ও মঞ্চে সর্বকালের সেরা অভিনয়শিল্পীদের একজন।’

পল সরভিনো ১৯৩৯ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে শুরু হয়েছিল তাঁর কর্মজীবন। এরপর ১৯৭০ সালে বড় পর্দায় তাঁর অভিষেক হয়।
সরভিনো তাঁর এই দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ওয়ারেন বিটির ‘রেডস’-এ এক ইতালীয়–মার্কিন কমিউনিস্টের ভূমিকায়, অলিভার স্টোনের ‘নিক্সন’-এ হেনরি কিসিঞ্জার এবং ‘দ্য রকেটিয়ার’-এ মব বস এডি ভ্যালেন্টাইন চরিত্রে অভিনয় করেছিলেন। তবে পল সরভিনোর সবচেয়ে আলোচিত সিনেমা ‘গুডফেলাস’।

‘গুডফেলাস’ ছবিতে গ্যাংস্টার পাওলি সিসেরোর ভূমিকায় দেখা গিয়েছিল পলকে। তাঁর অনবদ্য অভিনয় সেই সময় দর্শকদের মনে দাগ কেটেছিল। অসংখ্য চরিত্রে তাঁকে দেখা গেলেও গ্যাংস্টার পাওলি সিসেরো হিসেবেই বেশি জনপ্রিয় ছিলেন পল। এ ছাড়া মেয়ে আমান্ডা সরভিনোর লেখা একটি চলচ্চিত্রে পরিচালনা ও অভিনয় করেছেন পল
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020