1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
হাওর তার ইতিহাস ঐতিহ্য হারাতে বসেছে: পরিকল্পনামন্ত্রী
রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন
হাওর তার ইতিহাস ঐতিহ্য হারাতে বসেছে: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ :
    আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৪:১৪ অপরাহ্ন

পরিকল্পনামন্ত্রী ড. আবদুল মান্নান বলেছেন, ‘হাওর তার ইতিহাস ঐতিহ্য হারাতে বসেছে। আগে হাওরে মাছ ধরা একটা ঐতিহ্য ছিল এখন তা নেই৷ হাওর প্রাকৃতিক প্রয়োজনেই সৃষ্টি। হাওরের সমস্যাগুলো অভিযোজন করেই আগাতে হবে৷ প্রকৌশলীরা হাওর নিয়ে কাজ করবেন এটাই প্রত্যাশা’

বুধবার (১৪ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতর, রমনা,ঢাকার টাস্ক ফোর্স অন ওয়াটার সেক্টরের উদ্যোগে ”হাওরে বন্যা ও সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমরা হাওরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। হাওরের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী সজাগ আছেন। হাওর নিয়ে যারা বিশেষজ্ঞ তাঁদেরই কাজ করার সুযোগ করে দিতে আমরা সচেষ্ট আছি’৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহম্মদ তৌফিক, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর ও আইইবির ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান।

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, হাওরে উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ দরকার। হাওরের সমস্যা সমাধানের জন্য শুধু তলদেশে খননের জন্যই সমাধান নয় বরং সামগ্রিক ভাবে অর্থনৈতিক উন্নয়ন জরুরি।হাওরের মানুষদের জন্য প্রণোদনা দিতে হবে৷ হাওরের সকল জমিগুলো কৃষি কাজে ব্যবহার করতে হবে৷ কৃষকের উন্নয়ন হলেই হাওরের উন্নয়ন হবে। হাওরের মাছ চাষে গুরুত্ব দিতে হবে৷ হাওর নিয়ে স্টাডি চলছে৷ সেই স্টাডির ফলেই হাওরের সমস্যা সমাধান সম্ভব৷
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020