1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
হাবিব হোসেন স্মরণে স্টেশন রোড ব্যবসায়ী সমিতির স্মরণ সভা ও দো’আ মাহফিল
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন




হাবিব হোসেন স্মরণে স্টেশন রোড ব্যবসায়ী সমিতির স্মরণ সভা ও দো’আ মাহফিল

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৩১:১২ অপরাহ্ন

দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হাবিব হোসেন এর স্মরণে সিলেট স্টেশন রোড ব্যবসায়ী সমিতির এক স্মরণ সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সমিতির বাবনা পয়েন্টস্থ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর স্টেশনরোড ব্যবসায়ী সমিতির সভাপতি মরহুম হাবিব হোসেন সাহেবের বড় ভাই হাজী গোলাম হোসেন।

এ সময় ব্ক্তারা বলেন, জীবদ্দশায় মরহুম হাবিব হোসেন স্টেশনরোড ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও তিনি ছিলেন একজন সফল মানুষ। বরইকান্দি ইউনিয়নের কল্যাণে নিবেদিতপ্রাণ এই মানুষটির উল্লেখযোগ্য অবদান মানুষ স্মরণ রাখবে আমৃত্যু। স্মরণসভায় মরহুমের তিন পুত্র রায়হান হোসেন, রুম্মান হোসেন ও রাহাত হোসেন উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মুকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি হাজি মজলু মিয়া, হাজী আব্দুস সাত্তার, আজমল আলী মেম্বার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020