1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
হিম কুয়াশার চাদর :মইনুল হাসান আবির
সোমবার, ০৪ জুলাই ২০২২, ০২:৪৬ পূর্বাহ্ন
হিম কুয়াশার চাদর :মইনুল হাসান আবির

বাংলানিউজ ২৪ এনওয়াই ডেস্ক/মআস
    আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ৫:৩৬:২৩ অপরাহ্ন

কাশের শুভ্র ঝড়া ফুলে আসে হেমন্তের প্রভাত,
হিম কুয়াশার চাদর গায়ে শিশির বিন্দুর রাত।

শিশির বিন্দুর টুপটাপ শব্দে শিশিরস্নাত সকাল,
কাচাঁসোনায় রোদ্দুর দিনে স্নিগ্ধসৌম্য বিকাল।

সন্ধ্যাবেলার পাখির ডাকে গোধূলির রং সাজে,
মেঘমুক্ত চাঁদনী রাতে জ্যোৎস্নার প্রদীপ কাজে।

হেমন্তের নব দিগন্তে ধান কাটার পরছে মৌসুম,
মৌ মৌ সুরে নব অন্ন প্রভাত ফেরীর কুসুম।

শিশির বিন্দু গাছের ডগায় রুপের বাহার ধরে,
ফিঙে,চড়ুই নাচছে তারা ধানের শীষে উড়ে।

নব চালের নতুন পিঠা জামাই আনে ঘরে,
নাইওর নিতে মেয়ের বাবা নিমন্ত্রণ দেয় তরে।

রসিয়ে রসিয়ে উৎসব খানি পিঠা-পুলির রসে,
স্নিগ্ধ হেমন্তকাল বিমুখ করে একলা যখন বসে।

নরম কচি পাতার ফাঁকে মিষ্টি রোদ হাসে,
শিশিরস্নাত প্রহর গুনছি কার্তিক-অগ্রহায়ণ মাসে।

শীতের বার্তা নিয়ে এল হেমন্ত বাবুর হেম,
পুষ্প অবয়ব পবিত্র প্রতীক সবুজ শস্য প্রেম।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020