চাঁপাইনবাবগঞ্জে দুটি খাঁচা থেকে ১৫০টি মুনিয়া পাখিকে অবমুক্ত করেছে বিজিবি। বুধবার সকালে মহানন্দা ব্রিজ চেকপোষ্টে একটি যাত্রিবাহী বাস তল্লাশি করে পাখি গুলো উদ্ধার করা হয় ।
বিজিবি জানায়, বুধবার সকালে মহানন্দা ব্রিজের চেকপোষ্টের দায়িত্বরত ৫৩-বিজিবি সদস্যরা একটি যাত্রিবাহী বাস তল্লাশি করে বাসের বক্সের ভিতরে পাখিসহ ২টি পাখির খাঁচা খুঁজে পায়। বাস যাত্রীদের কাছে পাখির মালিকানার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে কেউ মালিকানা দাবী না করায় মালিক বিহীন অবস্থায় পাখি গুলো উদ্ধার করা হয় । পরে চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগকে অবগত করা হয়।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যনাথ সরকার এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)এর অধিনায়ক লে: কর্নেল মো: নাহিদ হোসেন এর উপস্থিতিতে আটককৃত ১৫০টি “মুনিয়া পাখি” আকাশে অবমুক্ত করা হয়।