1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
১৫ নং ওয়ার্ড উন্নয়ন ও সমাজসেবা ফোরামের স্বাধীনতা দিবস উদযাপন
বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন




১৫ নং ওয়ার্ড উন্নয়ন ও সমাজসেবা ফোরামের স্বাধীনতা দিবস উদযাপন

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১২:১৯:৩৪ পূর্বাহ্ন

সামাজিক সংগঠন পরিবর্তন ও ১৫ নং ওয়ার্ড উন্নয়ন ও সমাজসেবা ফোরামের যৌথ উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের ১৫ নং ওয়ার্ডের প্রশিক্ষণ কেন্দ্রে ওয়ার্ড উন্নয়ন ও সমাজসেবা ফোরামের আহ্বায়ক হাজী আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন পরিবর্তন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ওয়ার্ড উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মিসবাহ আহমদ।

তিনি তার বক্তব্যে সমাজের প্রতিটি ব্যক্তির নীতি নৈতিকতা, আদর্শের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বারোপ করেন এবং সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তুলে ধরেন। বিশেষ করে সংগঠনের নিজস্ব অর্থায়নে ভিক্ষুক মুক্ত সিলেট ও বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি চেইঞ্জ সিলেট স্মার্ট সিলেট বাস্তবায়নের লক্ষ্যে ১৫ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তরের একটি খসড়া পরিকল্পনা তুলে ধরেন।

পরিবর্তনের আমন্ত্রণ প্রথমবারের মতো একই মঞ্চে উপস্থিত ছিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

আজাদুর রহমান আজাদ তার বক্তব্যে বলেন-জনগণ আমাকে সুযোগ দিলে নগরীর সবকটি ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রানান্ত প্রচেষ্টা চালাবো। এর মধ্য দিয়েই পরিবর্তন শুরু করতে হবে। পরিবর্তনের এই ধারা গোটা নগরে ছড়িয়ে দিতে নিজেকে উৎসর্গ করবো।

আনোরুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বলেন, পূণ্যভূমিকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলতে চাই। নগরবাসী আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করলে অবকাঠামোগত উন্নয়নসহ সিলেট নগরী হবে দেশের অন্যতম একটি মডেল ‍সিটি। তিনি একটি মডেল নগরীর দল ও মতের উদ্র্ধে উঠে সবাইকে পাশে থাকার আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাহানা বেগম শানু, ১৫ নং ওয়ার্ড উন্নয়ন ও সমাজসেবা ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট কিশোর কর, আজহারুল চৌধুরী সাজু, আব্দুল জলিল লেবু, ওয়ার্ড উন্নয়ন ফোরামের সদস্য সচিব আখতার উজ জামান বাবুল, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কায়সার হাসান শিমন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রতিদিনের সম্পাদক ও যুবলীগ নেতা সাজু লস্কর, সাংবাদিক ও সমাজকর্মী দেবব্রত রায় দিপন, পরিবর্তনের জেনারেল সেক্রেটারি মোহাইমিন চৌধুরী বাপ্পি (এপিপি) সমাজকর্মী ও‌ যুবলীগ নেতা শহীদ চৌধুরী, ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ,পরিবর্তন উইমেন্স ফোরামের সভানেত্রী সালমা বেগম, সদস্য হ্যাপি বেগম,সংগঠনের কর্মকর্তা খালিদুর রহমান, শিমু আকতার প্রমুখ।

সভাপতির বক্তব্যে হাজী আব্দুল মতিন বলেন, ঐতিহ্যবাহী এই ওয়ার্ডে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ অসংখ্য গুণগ্রাহীরা এই ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এই ওয়ার্ডের ভোটার ও নাগরিক। পরিবর্তন এবং ওয়ার্ড উন্নয়ন ফোরাম আগামী দিনের নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে
সিলেট সিটিতে ১৫ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত রাখবে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020