1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
১৬ কোটি বাজেটের সিনেমায় ২৬ দিনে আয় ২৩২ কোটি!
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২, ০৩:৪৯ পূর্বাহ্ন




১৬ কোটি বাজেটের সিনেমায় ২৬ দিনে আয় ২৩২ কোটি!

বিনোদন ডেস্ক::
    আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ৯:৪৪:৪৭ অপরাহ্ন

গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ভারতের কন্নড় ভাষার সিনেমা কানতারা। এই সিনেমা নির্মাণে বাজেট ছিলো অল্প। পরিমাণে ১৬ কোটি। কিন্তু তাতে কী হবে, মুক্তির ২৬ দিনের মাথায়ই ১৬ কোটি রুপির এই সিনেমা বিশ্বব্যাপী ২৩২ কোটি রুপির ব্যবসা করেছে।

বুধবার (২৬ অক্টোবর) কনতারার বক্সঅফিস সংগ্রহ নিয়ে ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবপোর্টাল স্যাকনিল্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বিশ্বব্যাপী সিনেমাটি ২৩২ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে শুধু ভারতের গ্রস কালেকশন ২১৭ কোটি রুপি। আর এপর্যন্ত নেট কালেকশন (সব খরচ বাদ দিয়ে) ১৮৪ কোটি রুপি।

সিনেমাটি শুধু বক্স অফিসেই ঝড় তুলেনি, দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছে।

দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত বুধবার এক টুইটে কানাতারা-কে ভারতীয় সিনেমার একটি ‘মাস্টারপিস’ হিসেবে আখ্যা দিয়েছেন।

টুইটে রজনীকান্ত লেখেন, সিনেমাটি দেখে তার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। সেই সঙ্গে কানতারার লেখক, পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠিকে অভিনন্দন জানান তিনি।

এর আগে টুইট করে কানতারার প্রশংসা করেছেন ভারতীয় সিনেমার সুপারস্টার প্রভাস, ধানুশ ও রানা দাগুবাতিসহ অনেক তারকা। শুধু তাই নয়, আইএমডিবিতে ৯ দশমিক ৩ রেটিংয়ে রয়েছে সিনেমাটি।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020