সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যার ১৮ বছর পূর্ণ হয়েছে। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভা শেষে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচ জন নিহত হন। এ হত্যাকাণ্ডের দেড় যুগ পার হলেও বিচার কাজ শেষ হয়নি।
এ ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলা দুটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। গত ২১ জানুয়ারি ছিল মামলার ধার্য তারিখ কিন্তু ওই দিন আদালতে কোনো সাক্ষী না থাকায় আগামী ১৯ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
দীর্ঘ ১৮ বছরেও বিচার কাজ সম্পন্ন না হওয়ায় চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে নিহতদের পরিবারসহ জেলাবাসীর মধ্যে। সাধারণ মানুষের দাবি, এই সরকারের আমলেই যেন নির্মম এ হত্যাকান্ডের বিচার কাজ সম্পন্ন হয়।
ড. রেজা কিবরিয়া বলেন, ‘আমার বাবার হত্যাকাণ্ডের পর থেকেই আমরা দাবি জানিয়ে আসছিলাম একটা সুষ্ঠু তদন্ত ও বিচারের। কিন্তু সেই বিচার এতদিনেও হয়নি। কেন সেটা হয়নি দেশের মানুষ এখন কিছুটা আন্দাজ করতে পারছে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার থাকাকালীন এখন আমরা আরেকটা তদন্ত ও বিচার আশা করি না। পরবর্তী সরকার আসলে কী হয় সেটা পরে দেখা যাবে। আমি মনে করি, তখন একটা সুযোগ হবে সঠিক তদন্ত করার। যেটা রাজনৈতিকভাবে প্রভাবিত হবে না।’
রেজা কিবরিয়া আরও বলেন, ‘নির্মম এ হত্যাকাণ্ডের পেছনে আসল মদদদাতারা কে, গ্রেনেডের উৎস কী, তদন্তে এই ব্যাপারে পুলিশের কোনো আগ্রহ ছিল না। আমরা বিচারের জন্য ১৮ বছর অপেক্ষা করেছি, হয়তো আরো কিছুদিন অপেক্ষা করব।’