1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
২০২২ সালে চালু হবে ঢাকা-চট্টগ্রাম ডাবল রেলপথ
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন
২০২২ সালে চালু হবে ঢাকা-চট্টগ্রাম ডাবল রেলপথ

সারাদেশ ডেস্ক:
    আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ৯:৫৩:৪৬ পূর্বাহ্ন

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইনের কাজ আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম জংশন পর্যন্ত ডাবল রেললাইনের কাজ চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন খাল-বিল, নদী- নালার ওপর নির্মিত ব্রিজ ও কালভার্টের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এই কাজগুলো সম্পন্ন হলেই ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইনে ট্রেন চলবে।

রোববার সকালে বিজয় এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লা রেলস্টেশনে মন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী ট্রেন থেকে নেমে কুমিল্লা রেলস্টেশন এবং রেললাইনের নির্মাণ কাজের খোঁজখবর নেন। এসময় শ্রমিক সংগঠনসহ রেল সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা শোনেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা রেলের সহকারী প্রকৌশলী মো. মুরসালিন রহমান, স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান, রেল নিরাপত্তা এসআই মঞ্জুর রহমান, শ্রমিক লীগ সেক্রেটারি মইনুল ইসলাম ভূঁইয়া, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন ও লেয়াকত আলী মজুমদার।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020