1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
২০২৩ সাল বিশ্ব অর্থনীতির জন্য হবে 'কঠিনতর'
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ন




২০২৩ সাল বিশ্ব অর্থনীতির জন্য হবে ‘কঠিনতর’

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০২ জানুয়ারী ২০২৩, ৮:৫০:৩১ অপরাহ্ন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা মন্হর হওয়ায় গত বছরের তুলনায় ২০২৩ সাল ‘কঠিনতর’ হতে যাচ্ছে। চলতি বছর বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দায় পড়তে যাচ্ছে বলে সতর্ক করেন তিনি।

ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে কভিডের বিস্তৃতি বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করায় এমনটা হতে যাচ্ছে বলে তার শঙ্কা। গত বছরের অক্টোবরেই আইএমএফ তাদের আগের পূর্বাভাসের তুলনায় ২০২৩ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি খানিকটা কম হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল।

সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে জর্জিয়েভা এমন দাবি করে বলেন, আমাদের ধারণা বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকী যেসব দেশ মন্দায় পড়বে না, সেখানেও কোটি কোটি মানুষ মন্দা অনুভব করবে।

আইএমএফের এমডি জর্জিয়েভা ২০২৩ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের শুরুটা কঠিন হবে বলেও সতর্ক করেন। বলেন, পরের কয়েকটি মাস চীনের জন্য কঠিন যাবে। চীন, ওই অঞ্চল এবং বৈশ্বিক প্রবৃদ্ধিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, আইএমএফের সদস্য দেশের সংখ্যা ১৯০। এরা বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করে। সংগঠনটির অন্যতম প্রধান কাজ হচ্ছে অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে আগেভাগে সতর্ক করা।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020