1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
২০২৩-২৪ অর্থবছরে ১৬৮ কোটি টাকা বরাদ্দ পেল শাবিপ্রবি
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন




২০২৩-২৪ অর্থবছরে ১৬৮ কোটি টাকা বরাদ্দ পেল শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি
    আপডেট : ২৪ মে ২০২৩, ৯:৫৯:০২ অপরাহ্ন

২০২৩-২৪ অর্থবছরে ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এবার গত বাজেটের চেয়ে ৬ কোটি ৯ লাখ টাকা বেড়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।

তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাজেট ছিল ১৬২ কোটি ২৭ লাখ টাকা। আর ২০২৩-২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের জন্য ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সে তুলনায় এবার বাজেট বেড়েছে ৬ কোটি ৯ লাখ টাকা। এ বাজেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতকে সুন্দরভাবে পরিচালনা করে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ১৬৫তম পূর্ণ কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। এছাড়া চলতি অর্থবছরে (২০২২-২৩) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনুক‚লে সংশোধিত বাজেটে ৯ হাজার ২৬৫ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ফলে ২০২৩-২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয়গুলো ২ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দ বেশি পেয়েছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020